- শারীরিক অবস্থা যাই হউক না কেন, আমরা চাই যে সকলে কম্পিউটার ব্যবহার করতে পারুক। এজন্য উবুন্টুতে আমরা প্রতিবন্ধীদের ব্যবহারের সুবিধার্থে সর্বোচ্চ সুযোগ সুবিধা সম্বলিত টুলস্ দিয়ে রেখেছি।
- এই টুলসমূহ আপনি সিস্টেম মেনুর অধিনে Assistive Technologies Preferences- এ পাবেন। সেখানে রয়েছে Orca এর মত কার্যকরী টুল যেটি ব্যবহার করে স্ক্রীনের লেখা পড়ে শোনানো অথবা সয়ংক্রিয়ভাবে মাউসের বোতাম ক্লিক করার কাজটি করতে পারবেন।
- Appearance Preferences বিকল্পটি পরীক্ষা করে দেখতে ভুলবেন না যেন। এখান থেকে বিভিন্ন রকম নান্দনিক স্টাইলে কম্পিউটারের প্রোগ্রামের ইন্টারফেসকে সাজাতে পারবেন এবং বিভিন্ন প্রোগ্রামে ব্যবহৃত অক্ষর/ফন্টও পরিবর্তন করতে পারবেন।