- যেকোন ধরনের সাহায্যের জন্য সিস্টেম মেনু থেকে Help and Support দেখুন, অথবা অ্যাপলিকেশন সমূহের Help অপশনটিও ব্যবহার করতে পারেন।
- সরাসরি এবং ইন্টারনেটের মাধ্যমে উবুন্টু কমিউনিটি বিনামূল্যে বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে। বানিজ্যিকভাবে এই ধরনের সাহায্য করার জন্য রয়েছে ক্যাননিকেল, তাদের পার্টনার এবং অনুমোদিত কিছু প্রতিষ্ঠান। বিস্তারিত জানতে দেখুন ubuntu.com/support।
- আপনার উবুন্টু ব্যবহারের অভিজ্ঞতা আমাদের জানান ubuntu.com/community!